কলমাকান্দায় শ্যামল হাজং এর হত্যার প্রতিবাদে মানববন্ধন
কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় শ্যামল হাজং এর হত্যার প্রতিবাদে আজ মঙলবার উপজেলা মোড়ে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সোসাইটির ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর শ্যামল হাজং তার বাড়ি হতে চন্দ্র ডিঙা বাসে করে গাজীপুর শ্রীপুর উপজেলা নিজ কর্মস্থল মর্গেন অবেন ব্যাগ কোম্পানিতে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়।
এর ৪ দিন পর (২০ ডিসেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন দিয়ারকান্দা বাইপাস মোড় এর ফিলিং স্টেশনের পাবলিক টয়লেটের ভেতর কে বা কাহারা হত্যা করে ফেলে রেখে যায় শ্যামল হাজং এর লাশ।
সেই ফিলিং স্টেশনের স্থানীয়রা অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গিয়ে ময়নাতদন্তের শেষে লাশ সনাক্ত করে কলমাকান্দা উপজেলা মৃতের স্বজনদের কাছে সৎকার সম্পন্ন করতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মৃতের আপন ভাই মামলার বাদী বাবুল হাজং জানান, আমরা খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় গিয়ে জানতে পারি আমার ভাইকে জিম্বি করে বড় অংকের টাকা দাবী করে কয়েকটা অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে। আমরা গরিব মানুষ কিছু টাকা পাঠিয়েও ছিলাম সেই নাম্বারে কিন্তু আমার ভাইকে ওরা আর জীবিত রাখলো না। এই নির্মম হত্যার দৃষ্টান্তমুলক বিচার চাই।
মৃত শ্যামল হাজং এর কন্যা শেতশ্রী হাজং মানববন্ধনে কেঁদে কেঁদে পিতার হত্যার বিচার চেয়েছেন।