কলমাকান্দায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ৪ নারী
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার বেগম রোকেয়া দিবসে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন চারজন সফল নারী।
কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়া জয়ীতাদের মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লাকি আক্তার, সফল জননী নারী মোছা. আয়েশা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. রেহানা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাহমুদা আক্তার এর হাতে সম্মাননা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, ইউএনও আসাদুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম।
সম্মাননা প্রদান শেষে ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, শ্রেষ্ঠ জয়িতা মাহমুদা আক্তার, লাকি আক্তার, আয়েশা আক্তার, রেহানা আক্তার ও প্রমুখ।