কলমাকান্দায় সাবেক এমপির বিরুদ্ধে মামলা
কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
এছাড়া এ মামলায় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, শিক্ষক আব্দুল ওয়াদুদ রতনসহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য শাহীনুর আলম শাহীন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে অন্য আসামিরা থানা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।
তারা উপজেলার যাত্রাবাড়ী বাজার সংলগ্ন গুমাই নদীর ফেরী ঘাটে অবস্থান নিয়ে ওই নদী দিয়ে চলাচলকারী মালামালবাহী বিভিন্ন নৌকা, যাত্রীবাহী নৌকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। চাঁদা না দিতে চাইলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আসামিরা। গত সোমবার দুপুরে ওই নদী দিয়ে নৌকা করে বালু-পাথর নিয়ে যাওয়ার সময় আসামিরা নৌকার দুইজন মালিককে আটকে লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, এ মামলার এজাহার ভুক্ত আসামি রানা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।