কলমাকান্দায় সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন আর নেই

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের স্বজনেরা।

এদিকে ইলিয়াস হোসেন কোকিলের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।