কলমাকান্দায় সেই গৃহবধূর চুল কাটার ঘটনায় মামলা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায়  সেই  গৃহবধূর চুল কেটে নির্যাতনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী মো. ফজলুল হক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার বাদ মাগরিব উপজেলার  পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সুত্র জানা গেছে, ঘটনার সময় বাড়ির বসত ঘরে শিখা আক্তার শিল্পী ছাড়া কেউই ছিল না। মাগরিব নামাজ শেষে জায়নামাজে বসেই তসবিহ পাঠ করছিলেন।

এ সময় ননদ ও ননদের স্বামী, দেবর, শ্বশুর ঘরে ঢুকে তাকে পিটাতে থাকে। চিৎকার করতে চাইলে ভুক্তভোগীর মুখ বেঁধে ফেলে, তখন আর চিৎকার করতে পারছিলনা, গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে থাকে । তার চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে উল্লাস করে ননদসহ ননদের পরিবারের লোকজন। তার মাথার চুল কেটে ঘরের ভেতরেই অট্টহাসিতে মেতে ওঠে ওরা । তাদের চেঁচামেচিতে প্রতিবেশীরা দৌড়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরের দিন ভুক্তভোগী শিখা আক্তার শিল্পীর স্বামী মো. ফজলুল হক বাদী হয়ে একই গ্রামের ননদ রেশমা আক্তার (২০) ও ননদের স্বামী মো.নয়ন মিয়া (২৬), দেবর মো. কাজল মিয়া (২২), মো. সাজল মিয়া (২০) ও শশুর মো. জালাল মিয়া (৬৫) নাম উল্লেখ করে একটি  লিখিত অভিযোগ দেন।