কলমাকান্দায় স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের নিরাপত্তা সচিবের সীমান্ত পরিদর্শন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর সিমান্তের পর্যটক আকর্শনীয় এক ঐতিহাসিক স্থান (চন্দ্রডিঙ্গা) পরিদর্শন করেন, স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উত্তর সীমান্তের অন্যান্য পর্যটক আকর্শনীয় স্থান পরিদর্শন শেষে তিনি জানান, এলাকাগুলির নাম ও বর্ননা শুনে সার্বিক উন্নয়ন মুলক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আলোচনা করেন উনার সফর সঙ্গিদের সাথে।

তিনি এসময় আরো বলেন যে, এটি বাংলাদেশের জন্যে আসলেই একটি পর্যটক আকর্শনীয় স্থান। যা নাকি সবুজ শ্যামল উচুনিচু পাহাড় পর্বতে ঘেরা এক আদিবাসি অধ্যুযিত এলাকা।

এ সময় উনার সফর সঙ্গী হিসাবে ডিসি নেত্রকোনা জনাব সাহেদ পারভেছ, এসপি নেত্রকোনা মোঃ ফয়েজ আহম্মেদ, UNO কলমাকান্দা মোঃ আসাদুজ্জামান ও OC মোঃ লুৎফুল হক মহোদয়গন সঙ্গে ছিলেন।