কলমাকান্দায় স্বাস্থ্যসম্মত নদী মিষ্টান্ন ভান্ডার
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বাজারের মডেল স্কুল সংলগ্ন সুবল ঘোপ নামে “নদী মিষ্টান্ন ভাণ্ডার” দোকানে স্বাস্থ্যসম্মত গুণগতমানের নানা ধরনের উন্নত মিষ্টি ও দই পাওয়া যায়।
গত এক বছর ধরে সীমান্তবর্তী এ উপজেলায় ঘুরতে আসা বিভিন্ন পর্যটকেরা এখানে উন্নত মানের মলাইকারী, রসমালাই, হোয়াং মিষ্টি, চমচম মিষ্টি, কালোজাম,বাদশাবো ও টক মিষ্টি দই নিজের হাতে সুন্দর পরিবেশে তৈরি করা স্বাস্থ্যসম্মত মিষ্টি নিতে এখানে ছুটে আসে।
প্রতিদিন ৮টা থেকে রাত ১০ পযন্ত খোলা থাকে এই মিষ্টান্ন ভাণ্ডার দোকান। প্রতিদিনই দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ের দৃশ্যমান চিত্র। কেউ কেউ প্রচন্ড এই গরমে টক মিষ্টি ও দই খেতে ছুটে আসে দুরদুরান্ত থেকে।
দোকানি সুবল ঘোপ জানান, আমার দোকানের এই ঐতিয্যবাহী মিষ্টি আমাদের পাহাড়ি এ অঞ্চলে দুর দুরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা খেতে খুব পছন্দ করে এবং কাটন ভরে বাড়িতে নিয়ে যায়। আমি ক্রেতাদের রুচি ও স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে মিষ্টি উপহার দিতে বদ্যপরিকর।।