কলমাকান্দায় হাওরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
প্রতিকি ছবি

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দার হাওরে ইট বোঝাই নৌকা ডুবে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাগডরা এলাকায় সোনাডুবি হাওরে ইট বোঝাই করা একটি নৌকা ডুবে যায়।

এতে মাঝিসহ দুজন হাওরে তলিয়ে যায়। এর মধ্যে একজন সাঁতারে পাড়ে উঠলেও অপরজন দিনভর নিখোঁজই ছিল, শেষ খবর পাওয়া পর্যন্ত মো. আলী শেখ নামের ওই যুবককের সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে ময়মনসিংহ থেকে আগত ডুবির দল নিখোঁজ যুবক মো. আলী(৩০) এর মরদেহ উদ্ধার করে বিকেল ৫টায়। মৃত মো, আলী শেখ কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত বগলা মিস্তির ছেলেে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, খবর পাওয়ার মাত্রই ময়মনসিংহ ডুবুরি দল কলমাকান্দা ফায়ার সার্ভিসকে ফোন করি,তারা স্টেশনে পৌঁছেই ইঞ্জিন চালিত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি।