কলমাকান্দায় হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

কলমাকান্দা সংবাদদাতা: প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মেইন রোড গোরস্থান ভায়া মনকান্দিয়া বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল ওই সড়কের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গোরস্তান ভায়া মনকান্দিয়া বাজার পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৪ লাখ টাকা।

কাজটি পান ময়মনসিংহ সদরের মোহিবুল হক নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। বুধবার সরেজমিনে দেখা যায়, রাস্তার ময়লা পরিষ্কার না করে নিম্ন মানের সামগ্রী দিয়ে কার্পেটিং করা হয়েছিল। গত মঙ্গলবার সকাল দিকে রাস্তার কিছু অংশ হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে আসে।

খবর পেয়ে উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সড়কের কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে টিকাদার মোহিবুল হকের মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।