কলমাকান্দায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো: রাসেল মিয়া নামে এক মাদক কারবারিকে আ*ট*ক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর ) রাতে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিন এর বসতবাড়ির সামনের রাস্তায় এ অভিযান চালায় থানা পুলিশ।

আটককৃত রাসেল ওই গ্রামের মো: সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনেব খাঁন ও এএসআই শাহীনসহ সঙ্গীয় পুলিশের একটি দল বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিন এর বসতবাড়ি সামনে রাস্তায় এ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয় ।

এ সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আটককৃত আসামীকে কৌটে প্রেরন করা হয়।