কলমাকান্দায় ১৪ বোতল ভারতীয় মদসহ আটক-১
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দায় ১৪ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।
আটককৃত যুবক উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আরাফাত হাসান (২৪) ।
পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কালিহালা ব্রীজের উত্তর পাশে ওসি আবুল কালাম ও উপপরিদর্শক সুব্রত চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট বসান ।
এ সময় তল্লাশি চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদসহ আরাফাত হাসান নামে এক যুবক-কে আটক করা হয়।
আটককৃত যুবককে মাদক আইনে মামলায় কৌটে প্রেরণ করা হয়েছে।