কলমাকান্দায় ২৬ মার্চ পালিত

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস টি পালিত হয়।

সোমবার সকালে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৪ সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনে’র মধ্য দিয়ে, দিনে’র কর্মসূচি যথাযথ মর্যাদায় ও উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মার্থে প্রশাসন কতৃক আয়োজিত রজনীগন্ধা স্টিক দিয়ে এক সংবর্ধনার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান, আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম শিমু, মজিবুর রহমান লাল মিয়া, মোজাম্মেল হোসেন নয়ন, বিজন তাং, ও উপজেলার আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সর্বস্তরের জনগণ।