কলমাকান্দায় ৫৭ টি পূজামন্ডপে হবে দূর্গাপূজা

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫৭ টি পূজামন্তপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে এবারের দূর্গাপুজার আয়োজন হচ্ছে। প্রতিটি পুজামন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ।

রংতুলি দিয়ে সুন্দর ভাবে প্রতিমা সাজানোর কাজও শেষ। উপজেলা ইউনিয়ন পর্যায়ে পুজা কমিটি ও প্রশাসন যৌথভাবে সভা করছেন, মত বিনিময় করছেন জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে।

দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে দূর্গাপুজা সম্পুর্ন করার জন্য প্রশাসন ও পুজা কমিটির প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

তিনি প্রতিটি পুজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে সহযোগিতা করার জন্য আইনশৃংখলা বাহিনীকে আহবান জানান। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সুজন সাহা জানান, উপজেলার সদর ইউনিয়নে ২১টি, বরখাপনে ৯টি, পোগলা ৫টি, খারনৈ ৬টি, কৈলাটি ৬টি, লেঙ্গুড়া ৪টি, নাজিরপুরে ৩টি ও রংছাতি ইউনিয়নের ৩টি মোট ৫৭টি পুজামন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। আমরা পুজামন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি পুজামন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি।

ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান,আমরা প্রতিটি পুজামন্ডপে সিসি ক্যামেরা বসিয়েছি, অফিসে কন্ট্রোলরুম খুলেছি, মাঠপর্যায়ে মোবাইল কোট পরিচালনার জন্য এ্যাসিলেন্ট নিয়োজিত আছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, প্রতিটি পুজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করেছি, উপজেলার ৮টি ইউনিয়নে নিয়মিতভাবে পূজোয় পুলিশ টহল দিবে, নজরদারি বাড়িয়েছি, আমাদের যা যা করনীয় আমরা তা করে যাবো।।