কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
“অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য স্লোগান’কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) সকাল ৯:৩০ মি: উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহায়তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সকল সদস্য বৃন্দ।
অপর দিকে কলমাকাদা উপজেলা মহিলা পরিষদের আয়োজনে এলাকার সহস্রাধিক নারীর অংশগ্রহণে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা ভিআর ডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মহিলা পরিষদের সকল নারীনেত্রীগন উপস্থিত ছিলেন।