কলমাকান্দার খারনৈ ইউনিয়নের কৃষক দলের সমাবেশ

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

কলমাকান্দা প্রতিনিধিঃ
কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় খারনৈ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খারনৈ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শাহীন আলম সাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক এরশাদ উদ্দিন মাষ্টার এবং দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হীরা।

বক্তারা কৃষি খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে মুনাফা লুটে নেওয়ার পাঁয়তারা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, একটি দুষ্টচক্র ডিএপি সারের মূল্য বাড়িয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। তারা অবিলম্বে এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং সারের বাজার স্থিতিশীল রাখার উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. ওবাইদুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি শামসুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, নাজিম উদ্দীন মন্ডল, কলি আক্তার, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো.সাইফুল ইসলাম, কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল মিয়াসহ ইউনিয়নের সাধারণ কৃষকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাধারণ কৃষকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষির উন্নয়নে সরকারের আরও মনোযোগী ভূমিকা ও কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।