
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণার কলমাকান্দায় চুরি যাওয়া ২৮ লক্ষ ৭০ হাজার টাকার ইলিশ মাছ উদ্ধার করেছে উপজেলার সিধলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিধলী তদন্ত কেন্দ্রের পুলিশ কলমাকান্দার বিষমপুর গ্রামে জনৈক তাহের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে ইলিশ মাছ ভর্তি ৫৬ টি ককসিটে মোড়ানো প্যাকেট উদ্ধার করে।
জানা যায়, চট্টগ্রাম থেকে মাছ লোড করে ঢাকার যাত্রাবাড়ী উদ্দেশ্য রওয়ানা হয় হাসান নামের এক ড্রাইভার। পথিমধ্যে তার সহযোগী শান্ত মিয়া, হক মিয়া, তাহের মিয়া উক্ত মাছ চুরি করার পরিকল্পনা করে। পরে ড্রাইভার হাসান মিয়া মাছ নিয়ে সরাসরি কলমাকান্দার বিষমপুর গ্রামে তাহের আলীর বাড়িতে চলে আসে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, হক মিয়ার বোনের জামাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গনমানপুরুরা গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ড্রাইভার মোঃ হাসান মিয়া (২৮) ভোরবেলা একটি পিক-আপে উল্লেখিত ককশিট ভর্তি মাছ নিয়ে এই বাড়িতে রাখে। পরবর্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে হাসান মিয়াকে গ্রেফতার করে।
আরও জানাযায়, মালিকপক্ষ গাজীপুরের কালিয়াকৈর থানায় এই মাছ চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে। কলমাকান্দা পুলিশ জানায়, এব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াাধীন।