
রীনা হায়াৎ, কলমাকান্দা:
কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে শক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বনাঢ্য র্যালী, রচনা, চিত্রাঙ্গন, শিশুর কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন জাতীয় শিশু দিবস পালন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তাং, নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, আফরোজা বেগম শিমু,থানার ওসি মোঃ আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আল মামুন, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস, ছাত্রনেতা সুহেল রানা ও প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু প্রমুখ।