
রীনা হায়াৎ:
নেত্রকাণার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিএনপির ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে ।
বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ।
মামলায় আসামিরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক এবং কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তারসহ ৬৫ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, নেত্রকোনার কলমাকান্দায় (২৪ আগস্ট) বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি’র দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয় । উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকায় এ পাল্টাপাল্টি হামলার ঘটনাটি ঘটে ।
এতে আওয়ামী লীগ ও বিএনপি’র অনন্ত ২০ জন নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মীদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। আওয়ামী লীগের আহত অপর ৫ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
অপরদিকে বিএনপির মুনজুত আলী, ইসমাঈল, খলিল, ইব্রাহিমসহ আ”লীগ নেতাকর্মীদের হাতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান দ্রুত বিচার আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিনিধিকে জানিয়েছেন , এঘটনায় দুই জনকে আটক করে নেত্রকোণা জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।