
কলমাকান্দা সংবাদদাতাঃ কলমাকান্দায় এক মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১১টার দিকে ভিকটিমের ভাই বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
গত সোমবার এ ঘটনা ঘটে উপজেলার কৈলাটী ইউনিয়নের রানীগাঁও গ্রামে। অভিযুক্ত মো. কামাল মিয়া (৪২) ওই এলাকার মো. কাজিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি মুদি ব্যবসায়ী। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কামাল মিয়া ওই শিশুটির সম্পর্কে ফুফা হয়। সেই সুবাদে শিশুটি কামালের বাড়িতে প্রায় সময়ই যাতায়াত করত।
গত ৫ অক্টোবর কামালের মেয়ের সঙ্গে খেলাধুলা করতে শিশুটি তাদের বাড়িতে যায়।
রাতে সে কামালের বাড়িতেই তার আট বছরের একটি মেয়ের সঙ্গে ঘুমায়। কিছু সময় পর কামালের মেয়েটি অন্য আরেকটি রুমে চলে যায়। রাত ২টার দিকে কামাল ওই শিশুটি একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু কামাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ভিকটিমের ভাই কলমাকান্দা থানায় একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।