কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
৬’ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে দোয়াত কলম প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন হাজী আব্দুল কুদ্দুস বাবুল।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সমর্থক প্রার্থী হাজী আব্দুল কুদ্দুস বাবুল দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৩৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী হাজী আব্দুল কুদ্দুস বাবুল জানান, এই জয় কলমাকান্দাবাসীর উন্নয়নের দিশারী মোস্তাক আহমেদ রুহী এমপি মহোদয়ের জয়।

আমি প্রিয় কলমাকান্দাবাসী এবং এমপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই প্রথমবারের মতো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাবিবুর রহমান (চশমা) ৪৫ হাজার ৫৩৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (কলস) ৩৫ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয হয়েছেন।।