কলমাকান্দা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
বহু দিনের কাঙ্খিত “কলমাকান্দা প্রেসক্লাব” এর দ্বি-বার্ষিক নির্বাচন -২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. রেজাউল করিম।
এ সময় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলমাকান্দা প্রেসক্লাবের উপদেষ্টা আসাদুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মোজাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাব এর আহবায়ক শেখ শামীম ও যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. কামাল পাশা, সদস্য মো. ওবাইদুল হক পাঠান ও সদস্য রীনা হায়াৎসহ কলমাকান্দা প্রেসক্লাবের সন্মানিত সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।