কলমাকান্দা বাজার যানজট নিরসনে কোন শুভ উদ্যোগ নে : পথচারী শিক্ষার্থীদের নিত্য চরম ভোগান্তি!

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দা মেইন রোডের মাঝখানে ফল, তরিতরকারি, হকারের খাঁচা ও অটো ভেনগাড়ির কারণে ফুটপাতের পথচারী যানবাহন চলাচলে চরম যানজট ও ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এই যানজট সৃষ্টির মুল কারণ হিসেবে দেখা যাচ্ছে, বাজারের প্রত্যেকটি দোকান ব্যবসায়ী মালিকরা তাদের নিজ নিজ দোকানের সামনে ভিন্ন ভিন্ন হকারপট্টি বসিয়ে মাসিক সাপ্তাহিক দৈনিক ভাড়ার টাকা হাতিয়ে নিচ্ছেন অবৈধভাবে।

ফুটপাতের পথচারী, যান চলাচলে সাধারণ মানুষ এতে বিরক্ত ও চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। সময় মত যার যার কর্মস্থল ও বাড়ি পৌছতে পারছেন না। যেখানে দেখা যাচ্ছে ২০ মিনিটের জায়গায় প্রায় এক থেকে দু’ঘন্টা লেগে যায় বাজার থেকে বের হতে। এর মাঝে ডিস্ট্রিক্ট মালবাহী ট্রাক লড়ি গাড়িগুলো পরিবহন ও মালামাল লুট আনলোট করতে গিয়ে মারাত্মক ভাবে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের।

এ যানজট সৃষ্টির বিষয়ে ইউনিয়ন ও বাজার মনিটরিং উপজেলা প্রশাসনের উদাসীনতা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলে। তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও এই নিত্য দিনের তীব্র যানজট নিরসনে শুভ উদ্যোগের আশাবাদী।

এ দিকে সাধারণ মানুষের ভাষ্য, সাপ্তাহিক দুদিন রবিবার ও বোধবার বাজার বার, এই দুদিন যেনো ডিস্ট্রিক্ট মালবাহী লড়ি ট্রাক বাজারে লোট আনলোট না করে বাহিরে করে তবে কিছুটা যানজট নিরসন হবে বলে তারা মনে করেন এবং বিদ্যালয়মুখী স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীদের ভাগান্তি কিছুটা হলেও কমে আসবে।