
কলমাকান্দা প্রতিনিধিঃ
কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর সরকারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
তিনি দীর্ঘ ১৪ বছর মডেল স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর চাকুরী থেকে অবসরে যাচ্ছেন।
কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের যৌথ উদ্যোগে এসএমসি স্কুল কমিটির সভাপতি মাহতাব উদ্দিন মাতুর সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক প্রবীর সরকারের কর্ম জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস, উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী কনা আহমেদ প্রমুখ।