কলমাকান্দা লেঙ্গুড়া বাজারে আগুন, পুড়ে ছাই অর্ধকোটি টাকার মালামাল

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দা শুক্রবার সকাল ৮টায় বাজারে আগুন লেগে ১৫টি দোকান ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও বিজিবি এবং স্থানীয়দের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন বাজারের ব্যাবসায়িকরা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, লেঙ্গুড়া বাজারে শুক্রবার (১৮ জানুয়ারি ) সকালে ইউনিয়ন অফিসের উত্তর সাইট সংলগ্ন কাপড়ের দোকান ঘর থেকে এ আগুনের উৎপত্তি হয়।