কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
নেত্রকোনা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বরুয়াকোনা বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৮১/৫-এস এর নিকট বাংলাদেশ অভ্যন্তরের কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্যাসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মদ নেত্রকোনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে।
এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম বলেন, “সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”