কলমাকান্দা সীমান্তে বিশুদ্ধ পানির তীব্র সংকট! নিরসনে নেই কার্যকর উদ্যোগ
কলমাকান্দা থেকে রীনা হায়াৎ:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাহাড়ি সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানির সংকট এখন চরম রূপ নিয়েছে।
ভৌগলিক অবস্থান ও ভূগর্ভস্থ মাটির গঠনগত সমস্যার কারণে এ এলাকায় গভীর নলকূপ স্থাপন সম্ভব নয়, ফলে সীমান্তবর্তী আদিবাসী জনগোষ্ঠীসহ অন্যান্য বাসিন্দারা প্রতিনিয়ত সুপেয় পানির অভাবে ভুগছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সরকার বা কোনো উন্নয়ন সংস্থা এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সীমান্তের মানুষ বাধ্য হয়ে পাহাড়ি ঝর্ণার পানি সংগ্রহ করেই দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন।
অনেক জায়গায় দেখা গেছে, ঝর্ণার পানির প্রবাহ থেকে বালু খুঁড়ে ফিল্টারিং করে হাঁড়ি-পাতিল ও কলসিতে পানি সংগ্রহ করছেন নারী-পুরুষরা। অন্যদিকে, কিছু স্বচ্ছল পরিবার নিজেদের উদ্যোগে রিংওয়েল বসিয়ে পানির সংকট কিছুটা লাঘবের চেষ্টা করছেন।
এই সংকট নিয়ে কথা হয় স্থানীয় আদিবাসী নারীদের সঙ্গে। মহুয়া ঘাগ্রা, বিনা পানি আজিম, উকিল মাস্টার ও মিনা রাংসা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের এই সমস্যার কথা সবাই জানেন, কিন্তু কেউ এগিয়ে আসেন না। দু’-একটি এনজিও মাঝে মাঝে ভাবনা চিন্তা করলেও সরকারিভাবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রিংওয়েল ব্যবস্থা করা সম্ভব, কিন্তু সেটাও করা হচ্ছে না। তাহলে কি আমরা এই দেশের নাগরিক নই?”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত এলাকায় ভূতাত্ত্বিক গঠনের কারণে গভীর নলকূপ স্থাপন করা সম্ভব নয়। বেশ কয়েকবার মাটি পরীক্ষা করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তবে সরকারকে বিকল্প সমাধানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
সীমান্তের হাজারো মানুষের সুপেয় পানির এই সংকট দ্রুত নিরসনে সরকারের কার্যকর উদ্যোগই হতে পারে একমাত্র সমাধান—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী জনগোষ্ঠীর।