কলমাকান্দা হানাদারমুক্ত দিবস আজ

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
আজ ৭ই ডিসেম্বর। কলমাকান্দা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে জীবন বাজী রেখে যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধারা কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিল।

ঐদিন বিজয়ের সূচনায় কলমাকান্দা থানা প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিতে দিতে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অপর্ণ বণার্ঢ্য শুভযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।