কললমাকান্দায় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনার কললমাকান্দায় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন হয়েছে । শনিবার উপজেলার লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংনী গ্রামে এ সম্মেলনের উদ্বোধন করেন হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি  মতিলাল হাজং।

উদ্বোধনের পর হাজং মাতা রাশিমণি স্মৃতি সৌধ নির্মাণের জন্য খুশী কবীর ও ধান গবেষণায় অবদানের জন্য  সেন্টু হাজং কে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় জাতীয় হাজং সংগঠনের সভাপতি আশিষ  হাজং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্টন হাজং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা অখিল হাজং,  এনজিও কর্মকর্তা প্রফুল্ল হাজং,  ট্রাষ্ট্রী স্বপন হাজং, বিপুল হাজং, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফরিদ হাজং, শিক্ষক হরিদাস হাজং,    সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু, মনেশ গোস্বামী,  চিত্রশিল্পী রুপক হাজং।

আলোচনাসভা শেষে  বিভিন্ন এলাকা থেকে আগত  হাজং শিল্পীরা  নিজেদের কৃষ্টি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করে।