কালচারাল একাডেমিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমি হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনার সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও কবি দোলন হাজংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ শিকদার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইডেন মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.নুরুল হুদা,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর, আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি মং এ খেন মং মং, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, কবি জন ক্রসওয়েল খকশি প্রমুখ।
বক্তারা বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।