মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইইউনিয়নে ডাউকি গ্রামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা বাড়াতে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে নেত্রকোণা ক্রীড়াসংস্থা।
জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক দিপক চন্দ্র বিশ্ব শর্মা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলা,আবৃতি ও সাংস্কৃতিক পরিবেশনায় অতিথিগন, অভিভাবকগণ ও দর্শকরা মুগ্ধ হয়।
শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক সহযোগীতা আশ্বাস দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত