কেন্দুয়ায় অবরোধ কর্মসূচি পালিত
নেত্রকোনা প্রতিনিধি : অবৈধ আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবীতে বিএনপির ডাকা দেশব্যাপী সর্বাত্বক অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার রামপুর বাজারে নেত্রকোনা-কেন্দুয়া সড়ক অবরোধ করে বিএনপির নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৮ টায় নেতা-কর্মীরা রাস্তায় যানচলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সকলকে শান্তিপূর্ণ কর্মসূচি সফল করার আহবান জানান বক্তারা।
রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, আমরা শান্তিপুর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, বিএনপির কোনো নেতা-কর্মী জালাও পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করে না। কিন্তু আওয়ামীলীগের নেতা-কর্মীরাই রাস্তায় জালাও পোড়াও করে বিএনপির নামে মিথ্যা অপবাদ দেয়। তাই সকলকে বিএনপির ডাকা আন্দোলনে সাড়া দিয়ে কর্মসূচি সফল করার আহবারন জানান।
এ সময় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।