কেন্দুয়ায় আগুন দিয়ে প্রতিপক্ষের বসতঘরের আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে প্রতিপক্ষের বসতঘরে আগুন দিয়ে আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনাটি শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া গ্রামে হারেছ মিয়ার বাড়ি ঘটে।
সুত্র জানায়, বাড়ি সীমানা ও ওয়ারিশান সম্পত্তি নিয়ে সাউদপাড়া গ্রামের বাসিন্দা হারেছ মিয়ার সঙ্গে আপন ভাগনের দিকে নাতি সেলিম মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার হলে তাদের দ্বন্দ্ব নিরসন হয়নি। মামলা মোকদ্দমা জড়ায় উভয়পক্ষ। শুক্রবার রাতে হারেছ মিয়া বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কেন্দুয়া ফায়ার ও পুলিশ এসে আগুন নেভাতে সক্ষম হয়।
ভুক্তভোগী হারেছ মিয়ার জানান, সেলিম মিয়া তাদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে গত ৪ অক্টোবর সেলিম গংরা তার বাড়ির সীমানার দেয়াল ও একটি ঘর ভাংচুর করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ওই মামলার হাজিরা দিয়ে এসে শুক্রবার থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতে ঘরে আগুন দিয়েছে । আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র ও বিছানাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ৫০/৬০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী করেন তিনি।
এবিষয়ে মুটোফোনে কথা হলে সেলিম মিয়া আগুন দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে বলেও জানান তিনি।