মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউপির সাগুলি অজপাড়া গায়ে প্রতিষ্ঠিত "আন নূর পাঠাগার" পরিদর্শন করেছেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আকস্মিক ভাবে পাঠাগার পরিদর্শনে যান ইউএনও।
এসময় তার সঙ্গে ছিলেন জামালপুরের মাদারগঞ্জের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা গীতিকার ডা. সাইফুল ইসলাম জয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
পাঠাগারের ব্যবস্থাপনা ও কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হন এবং ভূয়সী প্রশংসা করেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী, সংগীত শিল্পী, স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গের উপস্থিতে গুণীজনের মিলনমেলা ঘটে।
উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও গীতিকার আব্দুল হাই সেলিম গ্রামের বাড়িতে আন নূর পাঠাগার গড়ে তুলেন। ইতিমধ্যে এলাকা জুড়ে পাঠাগারের আলো ও সুখ্যাতি ছড়িয়ে পড়ছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত