কেন্দুয়ায় ইউপি সচিবকে প্রাণনাশের হুমকীর অভিযোগ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

মজিবর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়ায় এক ইউপি সচিবকে প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে জামাত নেতার বিরুদ্ধে।

এঘটনাটি বুধবার (১৯ মার্চ) উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঘটে। হুমকী দাতা জামাত নেতার নাম আব্দুল লতিব। তিনি গড়াডোবা ইউনিয়ন শাখার সভাপতি। এঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গড়াডোবা ইউপির সচিব আনোয়ার হোসেন জানান, পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক, ইউপির সদস্য, স্থানীয় নেতৃবৃন্দের সম্বনয়ে এই তালিকা তৈরী করা হচ্ছে। সে হিসেবে ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দকে ১৫০ টি কার্ডের দেওয়া হয়। আজ দুপুরের পর ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল লতিব আমার কক্ষে ঢুকে উত্তেজিত হয়ে নানাভাবে প্রাণনাশের হুমকী ধমকি দিতে থাকেন এবং ৪৫০ টি কার্ড তাকে দিতে হবে। চাহিদামত কার্ড না পেলে আগামীকাল অফিসে রক্তের বন্যা বয়ে যাওয়ার হুমকী দেয়। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসকে অবহিত করে দ্রুত অফিস বন্ধ করে চলে যান বলেও জানান সচিব আনোয়ার।

এদিকে হুমকী দেওয়ার বিষয়টি অস্বীকার করে জামাত নেতা আব্দুল লতিব গণমাধ্যমকর্মীদের বলেন, এক দলকে ৫০০ টি কার্ড দেবে আর আমার দলকে দেবে ১৫০ তা মানবো না। তালিকা করবে চেয়ারম্যান সাব (সাহেব) সচিব তালিকা করার কে? ওই সচিব তার বিরুদ্ধে এমনি এমনিতেই কথা তুলেছেন বলে জানান তিনি।

এব্যাপারে উপজেলা জামাতের সভাপতির মুটোফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, ঘটনাটি শুনেছি এবং উপজেলা জামাতের সভাপতিকে অবহিত করলে তিনি বিষয়টি দ্রুত মিটমাট করার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।