মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়ায় হাফেজ মো: আশিকুর রহমান নামে এক ইমাম সাহেবের টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক দল দর্স্যু। এঘটনাটি আজ (২৯ মার্চ) শনিবার ভোররাতে গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া মোড়ে ঘটে।
ভুক্তভোগী হাফেজ মো: আশিকুর রহমান বীর মুহুরী গ্রামের হাফেজ মোস্তাফিজুর রহমানের ছেলে। ভুক্তভোগী হাফেজ মো: আশিকুর রহমান জানান, তিনি সান্দিকোনা ইউনিয়নের বাঘবের উত্তরপাড়া জামে মসজিদের ইমামতি করেন।
চলতি রমজান মাসে ওই মসজিদে তিনি খতমতারাবি পড়ান। শুক্রবার তারাবি নামাজ শেষে মসজিদ কমিটি তাঁকে ১৬ হাজার টাকা সম্মানী প্রদান করেন। আজ শনিবার ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে গাড়াদিয়া মোড়ে দর্স্যুদের কবলে পড়েন।
অস্ত্রে মূখে সঙ্গে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে দর্স্যুরা। তিনি আরো বলেন, ছিনতাইকারী একটি হায়েছ গাড়ি করে মোড়ে অবস্থান নেয়। তাকে যখন আটকায় তখন আরো ৩টি মোটরসাইকেলকের লোকজনকে আটকিয়ে টাকা অন্যান্য জিনিশপত্র নিয়ে যেতে দেখছেন তিনি।
এব্যাপারে কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে তিনি খোঁজ নেবেন বলেও জানান তিনি।