কেন্দুয়ায় এম.এস.আই কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থী সংর্বধনা

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

স্টাফ রিপোর্টার:
কেন্দুয়ায় রামপুর বাজারে এম.এস.আই কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থী সংর্বধনা (এস.এস.সি -২০২৩) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় জনতা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তাজিম উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার খানম।

এসময়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল খান, রওশন ইজদানী একাডেমীর সহকারী শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বলাশিমুল জে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন, কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক মেহেদী হাসান (খোকা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন এম. এস.আই কোচিং সেন্টারের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কোচিং সেন্টারের অধ্যায়নরত সকল শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্রমুখ।

পরে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।