কেন্দুয়ায় খামার থেকে ৫ গরু চুরি

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
প্রতিকি ছবি

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়া একট খামার থেকে ৫ গরু চুরি হয়েছে। এঘটনাটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আশুজিয়া ইউপির চান্দপাড়া ঘটে।গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন খামারি।

ভুক্তভোগী শিক্ষক খামারি সারওয়ার রহমান জানান,তাঁর খামারে ১০টি গরু ছিল। ঘটনার দিন রাত ৯টার দিকে তাঁর খামার দেখা শোনা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩ টার দিকে খামারের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৫/৬ জনকে একটি পিকআপসহ অবস্থান করতে দেখে প্রতিবেশিরা ডাকচিৎকার করলে অজ্ঞাতনামা ব্যক্তিরা দ্রুত পিকআপনিয়ে পালিয়ে যায়।

লোকজনের ডাক-চিৎকার শুনে তার ঘুম ভাঙ্গে এবং খামারের গিয়ে দেখেন দরজার তালা ভেঙে ১০টি গরুর মধ্যে ৫ গরু নিয়ে গেছে।

চুরি যাওয়া গরুগুলোর মধ্য রয়েছে একটি প্রিজিয়ান জাতের দুই মাসের গর্ভবতী গাভী গরু, দুইটি অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় গরু, দুইটি দেশী জাতের ষাঁড় বাছুর গরু। ওই ৫টি গরুর মূল্য ৬ লাখ টাকা হবে বলে দাবী করেন খামারি।