কেন্দুয়ায় চার কৃষকের ৮ গরু চুরি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
প্রতিকি ছবি

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় এক রাতের চার কৃষকের ৮টি গরু চুরি হওয়ার ঘটে না ঘটেছে।

এঘটনাটি শুক্রবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গড়াডোবা ইউপির বান্দনাল গ্রামে ঘটে। গরুগুলো হারিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

সুত্র জানায়, বান্দনাল গ্রামের কৃষক জসিম উদ্দিনের একদিনের বাছুরসহ একটি গাভী গরু,আনিছুর রহমানের একটি গাভী ও একটি ষাঁড় বাছুর, মজিবুর রহমানের একটি গাভী ও একটি বকনা বাছুর ও সুরাপ মিয়া একটি গাভী ও একটি ষাঁড় বাছুর চোরেরা চুরি করে নিয়ে গেছে ।

ক্ষতিগ্রস্ত কৃষক জসিম উদ্দিন জানান,আমাদের প্রত্যেকের বাড়ি পাশাপাশি। সকাল বেলা ঘুম থেকে উঠে তারা দেখেন গোয়ালঘরের দরজা খোলা। অন্য যাদের গরু চুরি হয়েছে তারাও সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে গরু নাই। অনেক খুঁজাখুঁজি করেও গরুগুলোর হদিস পায়নি। চুরি যাওয়া গরুগুলোর মূল্য ৭ লাখ টাকা হবে বলে দাবী করেন তিনি।

এরআগে গত ১৭ আগস্ট রাতে পাইকুড়া ইউপির উত্তরাটি গ্রামের দুই কৃষকের ৭টি গরু চুরি হয়েছে।

এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন,গরু চুরির বিষয়টি আমাকে কেউ জানায়নি। তারা যদি আইনগত সহায়তা চায় আমারা সর্বাত্মক সহযোগীতা করবো।