কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

মজিবুর রহমান :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,
বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে এ দিবসটি পালিত হয়। জাতীয় সঙ্গীত মাধ্যমে জাতীয় ও সমবায় সঙ্গীতের মাধ্যমে সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা শুরু হয়।

উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

সাংবাদিক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, এসিল্যান্ড মাহমুদুল হাসান, ওসি মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,সমবায়ী নেতা সাদেক আহমদ, শাহজাহান শেখ প্রমূখ।

এ সময় স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের বক্তব্যে কিভাবে, কখন ও কার হাত ধরে এদেশে সমবায় সমিতির উত্থান,সফলতা ফুটে উঠে। সমবায়ীদের নেতৃত্বের প্রতিযোগী না হয়ে সংগঠনের সমৃদ্ধি ও প্রসার বৃদ্ধি লক্ষ্যে কাজ করার আহবান রাখেন তিনি।