কেন্দুয়ায় জুয়ার আসরে ডিবি পুলিশের হানা : গ্রেপ্তার ৬ জুয়াড়ি
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসরে হানা দিয়ে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে ডিবি’র পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা মহাসড়কের রেন্টিতলা বাজারে অভিযান চালিয়ে জুয়ারিদের ধৃত করে নেত্রকোণা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, জাহাঙ্গীর আলম (৪০), মোঃ লালন মিয়া (৪৫), মোঃ দুলাল মিয়া (৩৫), মোঃ আনিসুর রহমান (৫২), নজরুল ইসলাম (৫৯) ও আক্কাছ আলী (৫৬)। জেল গোয়েন্দা শাখার এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে ধৃত জুয়ারিদের বিরুদ্ধের জুয়া আইনে প্রসিকিউশন মামলা দায়ের করে নেত্রকোণা আদালতে সোপর্দ করেছেন।
সুত্র জানায়, রেন্টিতলা বাজারে আনিছুলের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে তাস দিয়ে জুয়া খেলিতেছে গোপন সংবাদে পেয়ে অভিযান চালায় নেত্রকোণা গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় ৬ জুয়ারিদের আটকসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ টাকা জব্দ করে পুলিশ। আসামীদের বাড়ি রেন্টিতলা বাজারের আশেপাশে। ডিবি ওসি (পশ্চিম) আরমান আলী বলেন,ধৃত জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।