কেন্দুয়ায় জুয়া খেলার আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার দুই

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়া খেলার আসর থেকে বিএনপি নেতা শেখ মস্তুফা কামাল বাবলুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বঙ্গবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শেখ মস্তুফা কামাল বাবলু ১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউপির সাধারণ সম্পাদক ও কলসহাটি গ্রামের বাসিন্দা।

সুত্রে জানায়,বেশকিছু দিন ধরে বঙ্গবাজারের পাশে জুয়ার আসর বসায়ে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছিল। গোপন সংবাদে খবর পেয়ে সেনাবাহিনী,উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউপির সাধারণ সম্পাদক ও কলসহাটি গ্রামের বাসিন্দা শেখ মস্তুফা কামাল বাবলু ও আঃ কুদ্দুস নামে আটক রাতেই কেন্দুয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সেনাবাহিনী বঙ্গবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে রোয়াইলবাড়ি আমতলা ইউপির সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু ও আঃ কুদ্দুসকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।