কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতির আবুল হাসেম ভূইয়ার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধারসহ তাকে আটক করেছে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ টহল দল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাড়লা গ্রামের ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে পণ্য গুলো জব্ধসহ তাকে আটক করা হয়।
আটক বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া বাড়লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূইয়ার ছেলে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে টিসিবির ১৮০ কেজি চাল, ৭২ লিটার তেল ও ৭০ কেজি ডাল।
থানা সুত্র জানায়, গত বুধবার (২ অক্টোবর) উপজেলার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় টিসিবির পণ্য বিক্রি করতে যায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখান থেকে জব্দকৃত মালামাল গুলো জোরপূর্বক নিয়ে যান ওই বিএনপি নেতা সহ আরো কিছু নেতাকর্মী।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ টহল দল । এ সময় জব্দকৃত মালামাল উদ্ধারসহ বিএনপি নেতাকে আটক করা হয়। বাকিরা পলাতক আছে।
এ ব্যাপারে মদন আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, পলাতকদের গ্রেপ্তারে টহল কার্যক্রম জোরদার করা হবে। এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে কেন্দুয়া, মদন এবং খালিয়াজুরির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া থানা হেফাজতে রেখে গেছে সেনাবাহিনী। একইসাথে তার ঘর থেকে উদ্ধার করা টিসিবির চাল-ডাল ও তেল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।