কেন্দুয়ায় ঢিল খেয়ে বৃদ্ধার মৃত্যুর

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়ায় প্রশ্রাব করার সময় অন্যের ঢিলে আহত সিরাজুল ইসলাম (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনাটি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বলাইশিমুল ইউপির কামারগাও গ্রামে ঘটে।

নিহত সিরাজুল ইসলাম কামারগাও গ্রামের মিয়া বক্সের ছেলে। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান বলেন, প্রশ্রাব করার সময় সিরাজুল ইসলামের গায়ে ঢিল ছুঁড়ায় তিনি আহত হয়ে মারা গেছেন। তার মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে ময়নাতদন্তের পর। লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তায় করা হবে। কাদের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে তা পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত করেনি বলেও জানান তিনি।