কেন্দুয়ায় দুই গরু চুরি

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
প্রতিকি ছবি

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুয়ায় এক রাতে দুইগ্রাম থেকে দুই গরু চুরি। এঘটনাটি সোমবার রাতে পৌরশহরের আদমপুর ও মাসকা ইউপির রামচন্দ্রপুর গ্রামে ঘটে। গরুগুলো হারিয়ে দুই পরিবারে বইছে শোকের মাতম।

সুত্র জানায়,আদমপুর গ্রামের মৃত নজরুল ইসলামে স্ত্রী অনুফা আক্তার গবাদিপশু ও হাঁসমুরগী লালনপালন করে ৫ সদস্যের সংসার চালাতেন।

সোমবার রাতে ওই বিধবা নারীর বাড়িতে হানা দিয়ে ষাঁড় গরু ও গাভী গরুটি চুরি করে নিয়ে যায়।ভাগ্যক্রমে গাভী গরুটি ভোররাত ফিরে আসে।

ভুক্তভোগী অনুফা আক্তার জানান,৩বছর হয়েছে স্বামী মারা গেছেন। তিন মেয়ে ও এক শিশু ছেলেকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। তাঁর একটি ষাঁড় গরু একটি ৮ মাসে গর্ভবতী গাভী ছিল।

সোমবার রাত ১১টার দিকে গোয়ালঘরের দরজায় লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাতে ৩টার দিকে ঘুম থেকে ওঠে দেখেন দরজা খোলা এবং দুইটি গোয়ালঘরে নেই। কিছুক্ষণের মধ্যে গাভী গরুটি ফিরে এলেও ষাঁড় গরু পাওয়া যাচ্ছে না।

চুরি যাওয়া ষাঁড় গরুটি গত বৃহস্পতিবার হাট থেকে ৭০ হাজার টাকা দিয়ে এনেছিলেন বলে জানান তিনি।

অপরদিকে একই রাতে রামচন্দ্রপুর গ্রামের রেহান মিয়া গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী চুরি হয়েছে জানায় প্রতিবেশি সোহাগ মিয়া। চুরি যাওয়া রেহান মিয়ার গাভীটি প্রায় দেড়লাখ টাকা মূল্য হবে জানায় সোহাগ।