মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়েছে রহমত আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার বসতঘর।
এঘটনাটি শুক্রবার ( ১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার দলপা ইউপির রামনগর গ্রামে ঘটে। ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী রামনগর গ্রামের বাসিন্দা।
সুত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ভূমি হীন। পেশায় একজন রিক্সা চালক ছিলেন। সম্প্রতি রামনগর গ্রামের বাসিন্দা সাংবাদিক হারেছ উদ্দিন ফকির তাকে এক খন্ড ভূমি দান করে দিলে সরকার তাকে একটি পাকাঘর উপহার দেন। তখন থেকেই তিনি রামনগর গ্রামের বাসিন্দা হিসেবে বসবাস করে আসছেন। জীবিকার তাগিদে তার মেয়ে নাজমা বেগম ভৈরব এলাকায় থাকেন।
গত ১৭/১৮ দিন আগে মেয়ের বাসায় বেড়াতে যান রহমত আলী। এই সুযোগে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র লুটে নিয়ে যায় এবং মালপত্রের মাঝে আগুন ধরিয়ে দেন।
আজ শনিবার ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কেন্দুয়া ফায়ার সার্ভিসের ইউনিটের একদল সদস্য গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দুয়ায় থানায় দ্বায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
খবর পেয়ে শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বাড়িতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী। এসয়ম ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহায়তায় প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী কন্যা নাজমা বেগম জানান, তিলে তিলে যা জমায়ে ছিলাম সব পুড়ে ফেলেছে। নগদ কযেক লাখ টাকা ছিল তাও নিয়ে গেছে। আমাদের একেবারে নিঃস্ব করে ফেলেছে। আমাদের এই ক্ষতি যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার ঘরে যে আগুন দিয়েছে সে দেশের শত্রু। তাকে খোঁজে বের করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে বলেও জানান তিনি।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত