কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু
মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুুয়ায় পুকুরের পানিতে ডুবে নাবিলা নামে দেড়বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এঘটনাটি আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চিরাং ইউপির দুল্লী গ্রামে ঘটে। নিহত নাবিলা দুল্লী গ্রামের স্বপন মিয়ার কন্যা।
পরিবারের বরাত দিয়ে কেন্দুুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান,নিহতের পরিবারের বসতভিটার পাশে পুকুর রয়েছে। সকাল বেলা খেলা করতে করতে পুকুরে পড়ে গিয়ে ভাসতে দেখে বাড়ির লোক তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর আইনি প্রক্রিয়া শেষে দাফনকাজের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।