কেন্দুয়ায় পোস্ট মাস্টারের বিরুদ্ধে গ্রাহক ঠকানোর অভিযোগ : তদন্ত শুরু
কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার চৌধুরী হুমায়ুন কবির বিরুদ্ধে গ্রাহক ঠকানো অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে ময়মনসিংহ বিভাগের পোস্ট মাস্টার জেনারেল বরাবর লিখিত অভিযোগ করেছেন আরিফা জাহান সুবর্ণা নামে ভুক্তভোগী এক গ্রাহক। ইতিমধ্যে ভুক্তভোগী গ্রাহক আরিফা জাহান সুবর্ণার অভিযোগটি আমলে নিয়ে ডাকবিভাগ তদন্তে নেমেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) অভিযোগ সত্যতা যাচাই করতে কেন্দুয়া উপজেলা ডাকঘরে যান ডাকবিভাগের নেত্রকোণা উপবিভাগে ইন্সপেক্টর আবু হেনা মোনাসিব করিম।
এসময় তিনি ভুক্তভোগী গ্রাহক ও বর্তমান দ্বায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেছেন তদন্ত কর্মকর্তা
আবু হেনা মোনাসিব করিম।
অভিযোগে ভুক্তভোগী বলেন, কেন্দুয়া উপজেলা ডাকঘরে একটি মেয়াদি হিসাব (এফডি) খুলেন যার নম্বর-এফডি ২০৭২৪। গত ১৭-০৪-২০২৪ ইং তারিখে কেন্দুয়া উপজেলা পোস্ট অফিস হতে তাঁর মেয়াদি হিসাব হতে ১ লাখ ৫০ হাজার টাকা এবং লাভসহ আসল ১ লাখ ৯৫ হাজার ৬৮৪ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা জমা দানের আরো তিন বছর পূর্বে অর্থাৎ গত ০৬-০২-২০১৮ ইং তারিখে তিনি ২ দুই লক্ষ টাকা জমা রাখেন। যার নম্বর এফডি ১৩৩৭৩।
গত ১৭-০৪-২০২৪ ইং তারিখে কেন্দুয়া উপজেলা পোস্ট অফিসে তাঁর মেযাদি হিসাব হতে =১ লাখ ৫০ হাজার টাকার লাভ আসল উঠানোর সময় লাভের হিসাব কম হওয়ায় বিগত সময়ের জমাকৃত টাকার হিসাব দেখতে চাই এবং তৎকালীন দায়িত্ব প্রাপ্ত পোস্টমাস্টার চৌধুরী হুমায়ুন কবীরের দেয়া টাকার স্লীপের সাথে মিলিয়ে দেখি বিগত সময়ে আমাকে টাকা কম প্রদান করা হয়েছে। তৎকালীন সময়ে ভুক্তভোগী গ্রাহক পারিবারিক সমস্যায় বিপর্যস্ত থাকায় আসল ও লাভের টাকা কম দিয়ে ঠকানোর বিষয়টি সাথে সাথে বুঝতে পারেনি তিনি। জমাকৃত টাকা আসলসহ লাভাংশ সঠিকভাবে বুঝে পেতে ময়মনসিংহ বিভাগের পোস্ট মাস্টার জেনারেলের সহায়তা চান তিনি।
ভুক্তভোগী আরিফা জাহান সুবর্ণা জানান, তিনি যখন টাকা উত্তোলন করেন তখন তিনি পারিবারিক সমস্যায় বিপর্যস্ত ছিলেন এই সুযোগে পোস্ট মাস্টার তাকে ঠকিয়েছে। সুষ্ঠু তদন্ত মাধ্যমে তাঁর প্রাপ্য টাকা বুঝে পেতে চান তিনি।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পোস্ট মাস্টার চৌধুরী হুমায়ুন কবির জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়ে তা সঠিক না।
এব্যাপারে নেত্রকোণা ডাক বিভাগের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আবু হেনা মোনাসিব করিম জানান, ভুক্তভোগীর অভিযোগটি ডাকবিভাগ আমলে নিয়ে আমাকে তদন্তের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতিমধ্যে অভিযোগকারী ও কেন্দুয়া উপজেলা ডাকঘরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অনিয়মের দায়ে গত জুলাই মাসে কেন্দুয়া উপজেলা ডাকঘরের সাবেক এক পোস্ট মাস্টারকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন ডাক বিভাগ।