কেন্দুয়ায় বিএনপির ৩১ দফা প্রচারে কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

মজিবুর রহমানঃ
নেত্রকোণার কেন্দুয়ায় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া পৌরসভা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্পটে প্রচার অভিযান শেষে বিএনপি দলীয় কার্যালয়ে স্থানীয় যুবদল নেতাকর্মীদের মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

এসময় জেলা ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় যুবদল নেতাকর্মী উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে সবাই এক থাকতে হবে। নেতৃত্বে প্রতিযোগিতা থাকতে পারে, তবে সেটা হতে হবে সুস্থ ধারায়। দলাদলি করে নিজেদেরকে দুর্বল করবেন না। ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। মনে রাখবেন যে নেতার জন্য আপনি গ্রুপিং করবেন সময়মতো তারা কিন্তু এক হয়ে যাবে। তখন আপনার কথা কিন্তু ওই নেতা ভাববে না। সুতরাং বুঝেশুঝে গ্রুপিং করবেন। তিনি আরো সকল ইউনিটের নেতাকর্মীদের কার্যক্রম মুল্যায়ন হবে। সামনে নির্বাচনে ধানের শীর্ষের বাইরে যাতে একটি ভোট না যায় বিষয়টি সবার মাথায় রাখতে হবে।

আগামী নির্বাচনে এলাকা ভিত্তিক ভোটে নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান রাখেন তিনি।