কেন্দুয়ায় বিএনপি’র ৪’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি ঘোষিত পদযাত্রায় অংশ গ্রহণ করতে গিয়ে কেন্দুয়ায় বিএনপি দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে আহত হওয়ার অভিযোগে মামলা হয়েছে। সোমবার কেন্দুয়া থানার এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে ১০১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০- ৩০০ বিএনপি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।

জানা গেছে, বিএনপি রোববার কিশোরগঞ্জ- ময়মনসিংহ সড়কে পদযাত্রার ডাক দেয়। পদযাত্রায় যোগদানের জন্য বিএনপি দলীয় নেতাকর্মীরা নেত্রকোনার বিভিন্ন স্থান কেন্দুয়ার সান্দিকোনায় জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সাথে নেতাকর্মীদের কথা কাটাকাটি ও ঠেলা ধাক্কার ঘটনা ঘটে।

পুলিশের দাবি এ সময় তাদের দুইজন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০- ৩০০ বিএনপি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, পদযাত্রায় যাবার সময় পুলিশের সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়েছে। কোন ধরনের সংঘর্ষ এবং কেউ আহত হয়নি। পুলিশ কি কারণে মামলা করেছে বিষয়টি তার জানা নেই।

কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, আমার নির্বাচনী এলাকার কয়েকশ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে কেন্দুয়া থানা পুলিশ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বিএনপির লোকজনের হামলায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।