কেন্দুয়ায় বিএনপি নেতা হিরন মিয়ার স্বরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউপির ৫নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মরহুম হিরণ মিয়ার ১৩তম স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) আসরবাদ বলাইশিমুল ইউপির আমলিতলা বাজারে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ খোকন,
উপজেলা কৃষকদলে আহবায়ক মাহাবুব আলম খান মহসিন, মরহুমের ভাই শাহজাহান মিয়া, বিএনপি নেতা মাহাবুব আলম,উপজেলা যুবদলের আহবায়ক মাইন উদ্দিন,যুবদল নেতা সারোয়ার হোসেন,ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বেগম খালেদা জিয়ার জনসভায় অংশ নিয়ে হৃদক্রীয়া আক্রান্ত হয়ে হীরন মিয়া মৃত্যু বরণ করেছিলেন।